বিমানবন্দরে ভারতীয় নাগরিক সুজিতকে গ্রেপ্তার নয় : হাইকোর্ট
আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
প্রথম নিউজ, ঢাকা: বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুজিত কুমার পাইকে শাহজালাল বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জ আদালতে যাওয়ার পথে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ। গত বুধবার বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুজিত কুমার পাইকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। লিন্ডে বাংলাদেশ কোম্পানি পিটিশনার হয়ে এ রিট দায়ের করেছেন। স্বরাষ্ট্র সচিব, পুলিশের ইমিগ্রেশন বিভাগসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
রিট সূত্রে জানা যায়, লিন্ডে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুজিত কুমার পাইয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খোন্দকার এরশাদ জাহান নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গেছে, সুজিত কুমার পাই এখন ভারত অবস্থান করছেন। তিনি মামলায় হাজিরা দিতে বাংলাদেশে আসতে চান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরাসরি নারায়ণগঞ্জের আদালতে আত্মসমর্পণ করতে যাবেন। এ কারণে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে, বিমানবন্দরে নামার পর থেকে নারায়ণগঞ্জ আদালতে পৌঁছানো পর্যন্ত তাকে যেন গ্রেপ্তার ও হয়রানি না করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews