বিভ্রান্তি সৃষ্টি করে সরকার পার পাবেন না: রিজভী
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।
প্রথম নিউজ, ঢাকা: বিভ্রান্তি সৃষ্টি করে সরকার পার পাবেন না’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে দ্রব্যমূল্যের ঊধর্বগতি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
রুহুল কবির রিজভী বলেন, আজকে যারা ফালতু কথা বলছেন, আজকে যারা মানুষ হত্যা করার পরেও সেটাকে নানাভাবে বিভ্রান্তি রটাচ্ছে তারা কেউ রেহাই পাবেন না জনগনের ক্রোধ থেকে, জনগনের আক্রোশ থেকে। মিথ্যা কথা বলে আর জনগনের টাকা লুট করে, অর্থ পাচার করে আপনারা মনে করেছেন সাধের সিংহাসন আপনাদের হাতিশালে হাতি আর ঘোড়াশালে ঘোড়া থাকবে- এই সুখ স্বপ্ন আপনাদের আর থাকবে না।
সরকার পতনের আন্দোলনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, জাগ্রত জনগণ শুধু অপেক্ষায় রয়েছে চূড়ান্ত আঘাতের জন্য। সেই চূড়ান্ত আঘাত এখন প্রস্তুত হয়ে আছে। প্রধানমন্ত্রী আপনার ক্রোধ দিয়ে, আপনার রাইফেল দিয়ে, আপনার বন্দুক দিয়ে আপনি আর জনগণের শক্তিকে দাবাতে পারবেন না। ওই রাইফেল-বন্দুক এখন কোন দিকে ঘুরে যাবে, এখন কোন দিকে ঘুরিয়ে দেবে সেটা চিন্তা করে আপনারা কথা বলবেন। এখনো সময় আছে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।
আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপির নেতা-কর্মীর হত্যার ঘটনা তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের গিয়ে যুদ্ধ থামানো কথা, শান্তির কথা বলছেন এবং রোহিঙ্গাদের কথা বলতে গিয়ে তিনি চোখ দিয়ে অজস্র ধারায় পানি ফেলছেন। আমরা সবাই বুঝি যে এই অশ্রু সজলের কারণ কি? বাংলাদেশে কিন্তু তাদের জন্য চোখ দিয়ে তার পানি পড়েনি। কিন্তু যুক্তরাষ্ট্র গিয়ে তিনি রোহিঙ্গাদের জন্য মায়া কান্না কাঁদছেন। আর একই সময়ে বাংলাদেশে রক্ত ঝরছে। এই বৈপরীত্য এটা শেখ হাসিনার মানায়…। তিনি নিজের দেশের গণতন্ত্রকে কবর দিয়েছেন, কথা বলার স্বাধীনতাকে কবর দিয়েছেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করেছেন আর তিনি জাতিসংঘে গিয়ে মায়া কান্না কাঁদছেন।
‘আওয়ামী লীগ ধান্ধার পাগল বলে মন্তব্য করে রিজভী বলেন, ওবায়দুল কাদের বলছেন, বিএনপি লাশের রাজনীতি করে ক্ষমতায় যেতে চায়। বিএনপি করছে কর্মসূচি, বিএনপি করছে তার রাজনৈতিক গণতান্ত্রিক স্বীকৃতি পথে শান্তি কর্মসূচি। এরকম শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে ৩১ জুলাই থেকে এই পর্যন্ত চার জন বিএনপির নেতাকে হত্যা করেছে। সেখানে জেলা পর্যায়ে ছাত্র দলের সভাপতি, যুব দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা রয়েছেন। তারপরও কাদের সাহেবরা বলছেন বিএনপি লাশের রাজনীতি করে। আওয়ামী লীগ হচ্ছে ধান্ধার পাগল, ধান্ধাবাজীর পাগল। ধান্ধা হচ্ছে আবোল-তাবোল বলব কিন্তু আমার স্বার্থটা আদায় করে নেবো। ওবায়দুল কাদেররা, হাছান মাহমুদরা বিএনপি এতো নেতা-কর্মী হত্যা হচ্ছে, এতো রক্ত ঝরছে, এতো কর্মী শহীদ হচ্ছে তারপরেও তারা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, সেটার প্রতি অমানবিক কথা বলছেন। কেনো? সেটাও আমাদের বুঝতে বাকি নেই। কারণ মিথ্যা কথা বলে, অবান্তর কথা বলে, উল্টো-পাল্টা কথা-বার্তা কথা বলে তারা শেখ হাসিনার প্রিয়ভাজন হতে চায়।
‘বর্তমান ইসি ফালতু বলে মন্তব্য করে রিজভী বলেন, এই নির্বাচন কমিশন-এরা ফালতু। এরা হচ্ছে শেখ হাসিনার চাকর-বাকর। এরা নির্বাচন কী করবে? এরা যদি নির্বাচন করার সুযোগ পায়-শেখ হাসিনা যদি বলে ‘এ’ কে ‘বি’ বলতে এরা(ইসি) ‘বি’ বলবে, শেখ হাসিনা যদি দিনকে রাত বলতে বলে এরা রাত বলবে। এই সমস্ত চাকর-বাকর, এই সমস্ত মোসায়েবদের দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না।তত্বাবধায়ক সরকার এসে সবার কাছে গ্রহনযোগ্য একটা নির্বাচন কমিশন হবে সেই নির্বাচন কমিশনের অধিনে নির্বাচন হবে। সেই নির্বাচনের গ্যারেন্টি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি। যে ভদ্র মহিলা তার জীবন সমস্ত সুখ-শান্তিকে বিসর্জন দিয়ে জনগনের পক্ষে, গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ের জন্য আজো সরকারের নির্যাতন-নিপীড়ন সহ্য করে বন্দি হয়ে আছেন তারপরেও মাথা নত উনি করেননি। একদিন তার মুক্তিতে শেখ হাসিনার পতন হবে আমরা সেই দিনের প্রত্যাশায় আছি।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডা. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির মীর সরাফত আলী সপু, হুমায়ুন কবির খান, নিপুণ রায় চৌধুরী, লেবার পার্টির ফারুক রহমান, রামকৃষ্ণ সাহা, আলমগীর হোসেন, আহসান কবির, মানবাধিকার সংরক্ষন সংস্থার জহুরা খাতুন জুঁই, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মতস্যজীবী দলের আবদুর রহিম, মুক্তিযোদ্ধা দলের শহিদুল ইসলাম মিলন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোনের কে এম রফিকুল ইসলাম রিপন প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews