বিভিন্ন দেশের ৪৮৩১৯ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বিভিন্ন দেশের ৪৮৩১৯ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রথম নিউজ, অনলাইন: কারাগারে বন্দি বিভিন্ন দেশের ৪৮ হাজার ৩১৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা সুনির্দিষ্ট করে জানায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ। 

শনিবার এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, গত বছরের ডিসেম্বর পর্যন্ত সারা দেশের ১৮টি স্থায়ী ডিপো, দুটি অস্থায়ী ডিপো এবং ছয়টি বাইতুল মাহাব্বার মাধ্যমে সাজা শেষে আকাশ ও নৌ-পথে ৪৮ হাজার ৩১৯ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন অধিদপ্তরের প্রধান দাতুক জাকারিয়া শাবান বলেন, ‘সারাদেশের ডিপোগুলোতে মাত্র ২১ হাজার ৫৩০ জন বন্দিকে রাখার ব্যবস্থা রয়েছে।
ডিপোর জট কমাতে আটক অভিবাসীদের সাজা শেষে ফেরত পাঠানো হয়।’

নিজ নিজ দেশে ফেরত পাঠানোর মধ্যে ৩৪ হাজার ৭০২ জন পুরুষ, ১১ হাজার ৫৪০ জন মহিলা, এক হাজার ১৭৬ জন কিশোর ও ৯০১ জন কিশোরী রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।