বন্যা কবলিত লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ গ্রিক ত্রাণকর্মী নিহত

বন্যা কবলিত লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ গ্রিক ত্রাণকর্মী নিহত

প্রথম নিউজ, ডেস্ক : লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বেসামরিক নাগরিকসহ একটি মানবিক সহায়তা মিশনের পাঁচ সদস্য নিহত হয়েছেন। বেনগাজি থেকে ডেরনা যাওয়ার পথে রবিবার দুর্ঘটনাটি ঘটে।

ডেরনায় ভয়াবহ বন্যায় ১১ হাজার মানুষের প্রাণহানির পর এই দলটিকে সহায়তার জন্য লিবিয়ায় পাঠিয়েছিল গ্রিস।

গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস ডেন্ডিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, নিহতদের স্মরণে গ্রিক সশস্ত্র বাহিনীতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।  

লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওসমান আব্দুলজালিল সংবাদ সম্মেলনে বলেন, ‘লিবিয়ান একটি পরিবারকে বহনকারী গাড়ির সঙ্গে সহায়তাকারী দলটিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে লিবিয়ান পরিবারের দুই সদস্য নিহত হন। গুরুতর আহত হন দু’জন। গ্রিক দলটির ৫ সদস্য মারা গেছেন। আহত হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুত্বর।’