বনানীতে মিনি বাসে আগুন

বুধবার রাত ৮টা ৮ মিনিটে বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে যায়।

বনানীতে মিনি বাসে আগুন

প্রথম নিউজ, অনলাইন: বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন রাজধানীর বনানীতে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টা ৮ মিনিটে বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার রাত ৮টা ৮ মিনিটের দিকে রাজধানীর কাকলি পুলিশ ফাঁড়ির সামনে আগুনের ঘটনাটি ঘটে। সেখানে একটি মিনি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।