বান্দরবানে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, সতর্ক করতে মাইকিং

ইতোমধ্যে শহরের হাফেজঘোনা, বাসষ্টেশন, আর্মি পাড়া ও ইসলামপুর এলাকার নিচু স্থান পাঁচ থেকে সাত ফুট পানির নিচে তলিয়ে গেছে।

বান্দরবানে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, সতর্ক করতে মাইকিং

প্রথম নিউজ, বান্দরবান: দুই দিনের টানা বর্ষণে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতোমধ্যে শহরের হাফেজঘোনা, বাসষ্টেশন, আর্মি পাড়া ও ইসলামপুর এলাকার নিচু স্থান পাঁচ থেকে সাত ফুট পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসক মো: মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় বান্দরবানে ১৯২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া লামা উপজেলায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী আটটি পরিবারের ৩৬ জনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

তিনি জানান, দুপুর থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এদিকে সাংগু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার কাছ দিয়ে বইছে।

জেলা প্রশাসক আরো জানান, বিপদ মোকাবিলায় প্রসাশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। ত্রাণ সমগ্রীর কোনো অভাব নেই। প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা দুর্যোগ মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছেন।

শহরের মৃত্তিকা ও পানি বিভাজিকা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৬৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।