বিদেশি মদসহ গ্রেফতার দুই ভারতীয় নাগরিক কারাগারে
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর হোটেল রেডিসন এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার দুই ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- অমিত কুমার সাউ ও মো. আসফাক।
সোমবার (২৫ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি বিদেশি মদসহ হোটেল রেডিসন এলাকায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে ৪০ বোতল বিদেশি মদসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় অমিতের কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট ও আসফাকের কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ভারতের পশ্চিমবঙ্গ ও কলকাতা থেকে মদ সংগ্রহ করে ট্রেনে বাংলাদেশে এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তারা। পরে তাদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।