বিদ্যুৎ সাশ্রয়ে ডিএসসিসির নতুন নির্দেশনা

রাজধানীতে কোন প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে তার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিদ্যুৎ সাশ্রয়ে ডিএসসিসির নতুন নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ডিএসসিসির নতুন নির্দেশনা

প্রথম নিউজ, ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য নতুন নির্দেশনা জারি করেছে  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রাজধানীতে কোন প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে তার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ১লা সেপ্টেম্বর থেকে এ তালিকা কার্যকর হবে। আজ ডিএসসিসি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব দোকানপাট, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টা পর্যন্ত খোলা রাখে যাবে। খাবারের দোকান বা রেস্তোরাঁর রান্নাঘর বন্ধ করতে হবে রাত ১০টার মধ্যে। আর খাবার সরবরাহ চলবে রাত ১১টা পর্যন্ত। সিনেমা হলসহ চিত্তবিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা বন্ধ হবে রাত ১১টার মধ্যে। সাধারণ ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে রাত ১২টার মধ্যে। আর হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান বন্ধ করতে হবে রাত ২টার মধ্যে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গত ১৬ই জুন থেকে রাত ৮টার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেয় সরকার।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom