বছরের প্রথম দিনেই ডেঙ্গু আক্রান্ত ৪১ রোগী হাসপাতালে ভর্তি

আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বছরের প্রথম দিনেই ডেঙ্গু আক্রান্ত ৪১ রোগী হাসপাতালে ভর্তি
বছরের প্রথম দিনেই ডেঙ্গু আক্রান্ত ৪১ রোগী হাসপাতালে ভর্তি

প্রথম নিউজ, অনলাইন : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২১ জন এবং ঢাকার বাইরে ২০ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৪১ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৫২ জন এবং ঢাকার বাইরে ৯৭ জন। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom