বাগেরহাট জেলা যুবদলের নিন্দা ও প্রতিবাদ
রবিবার সকালে জেলা যুবদলের সভাপতি মো: হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মো: সুজন মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা প্রদান করে।
প্রথম নিউজ, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী র্কমসূচির অংশ হিসাবে বাগেরহাটে পদযাত্রা কর্মসূচিতে পুলিশের বাধায়, ৪৮ নেতাকর্মীর নামে মামলা ও কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালামসহ ৩০ নেতাকর্মীকে আটক কারাগারে প্রেরণের ও প্রতিবাদ জানিয়েছে বাগেরহাট জেলা যুবদলের নেতৃবৃন্দরা। রবিবার সকালে জেলা যুবদলের সভাপতি মো: হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মো: সুজন মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা প্রদান করে। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ ৩০ জনকে আটক করে মিথ্যা নাশকতা ও ককটেল উদ্ধারের নাটক সাজিয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ এটা ক্ষমতাসীনদের নির্দেশে করেছে। আমরা পুলিশের এই অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করছে বাগেরহাট জেলা যুবদল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: