বাগেরহাটে কৃষককে কুপিয়ে হত্যা
বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. মোজাহার মোল্লা (৬০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা
প্রথম নিউজ, ডেস্ক : বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. মোজাহার মোল্লা (৬০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আহত হয়েছেন আরও সাতজন।
শনিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাহার ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলছেন, জমিজমা স্থানীয় আধিপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে মোল্লা ও শেখ বংশের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিপক্ষরা মোজাহারকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর আহত করেন। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews