টিউবওয়েলে পানি পান করতে গিয়ে ধর্ষণের শিকার শিশু
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে

প্রথম নিউজ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি সেলিম মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র্যাব।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ওয়ারীর ভগবতী ব্যানার্জী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম।
তিনি জানান, ১৯ নভেম্বর আড়াইহাজারের আগুয়ান্দী গ্রামে একটি শিশু ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় সেলিম মিয়াকে আসামি করে ভিকটিমের মা বাদী হয়ে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। আসামি প্রায়ই ভিকটিমের মাদরাসায় আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। গত ১৯ নভেম্বর ভিকটিম তার মায়ের সঙ্গে বাড়ির পাশে একটি জমিতে ধান মাড়াইয়ের কাজ করছিলো। এ সময় ভিকটিম পাশের একটি তাঁত কারখানায় টিউবওয়েলের পানি পান করতে গেলে আসামি ভিকটিমকে একা পেয়ে তার পরণে থাকা ওড়না দিয়ে হাত-পা বেঁধে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
গ্রেফতার আসামিকে আড়াইহাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: