বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। 

বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ

প্রথম নিউজ, বরিশাল: বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আ ক স কুদ্দুসুর রহমান, জেলা যুবদলের সভাপতি মামুন রেজা খানসহ সব বন্দি নেতাকর্মীর মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দক্ষিণ জেলা বিএনপি। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বাকেরগঞ্জ উপজেলার সদস্য সচিব নাসির হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি। 

মানববন্ধন শেষে নেতৃবৃন্দরা বিএনপির বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ সব বন্দির মুক্তির দাবিতে সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ ও পরে মিছিল করে বরিশাল দক্ষিণ জেলা যুবদল। 

যুবদলের বরিশাল বিভাগীয় সহসভাপতি অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু। বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে দক্ষিণ জেলা বিএনপির মানববন্ধনে অংশ নেন তারা।