বিএনপি থেকে তৈমূর ও কামাল বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে
প্রথম নিউজ, ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার নারায়ণগঞ্জের পরাজিত মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকারকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমি কোনো চিঠি পাইনি। তবে যদি বহিষ্কার করা হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই।
অন্যদিকে, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের চিফ এজেন্ট দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এটিএম কামালকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
কামালের পরিবর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু। তিনি জানান, বিএনপির সকল পদ ও সাধারণ সদস্য থেকেও এ টি এম কামালকে বহিষ্কার করেছে দল। তার পরিবর্তে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে আব্দুস সবুর খান সেন্টুকে।
তবে রাত সাড়ে ৯টার দিকে এ টি এম কামাল জানান, এ ব্যাপারে আমি এখনো কোনো চিঠি পাইনি। তবে শুনেছি। তিনি জানান, দল যদি আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় আমি মাথা পেতে নিবো। কারণ আমি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কর্মী। শহীদ জিয়ার আদর্শের সৈনিক। তিনি বলেন, ‘আমাকে বহিষ্কার করা হলে চিঠি আমাকে আগে দেয়ার কথা। তবে আমি পাইনি। দল যেকোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ক্ষমতা রাখে।’
বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছিলেন বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার। তিনি প্রার্থী হওয়ায় তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়। তৈমূর আলমের পক্ষে কাজ করার জন্য সকল নেতাকর্মীকে নির্দেশ দেয় মহানগর বিএনপি। তবে এ টি এম কামাল নির্বাচনে তৈমূর আলম খন্দকারের পক্ষে কাজ করেন। তিনি তৈমূর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবেও নিয়োগপ্রাপ্ত হন। এতে ক্ষুব্দ হয়ে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: