বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে মাইক কেড়ে নিল পুলিশ
আজ রোববার দুপুরে শহরের ইসলামপুর পাড়া দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
প্রথম নিউজ, মাগুরা: মাগুরায় পুলিশের বাধায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন তিনজন। আজ রোববার দুপুরে শহরের ইসলামপুর পাড়া দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
জানা গেছে, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে শান্তিপূর্ণভাবে সভা শুরু হয়। প্রথমে জেলা পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য দেন। সব শেষে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নাল অবেদীন ফারুক বক্তব্য শুরু করেন। এ সময় মাইক ব্যবহারের অনুমতি না থাকায় পুলিশ তার মাইক কেড়ে নেয়।
এ ঘটনায় বিএনপি দলীয় নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হলে বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায়। চেয়ার ছোড়াছুড়ির সময় জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুব রানা, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রানা আহত হন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর দাবি করেন, পুলিশের হামলায় তাদের তিন নেতা আহত হয়েছেন।
তবে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, অনুমতি না থাকায় দুইজন পুলিশ সদস্য গিয়ে শুধু মাইক বন্ধ করে দিয়েছে। বিএনপির সমাবেশে পুলিশ কোনো লাঠিপেটা বা হামলা করেনি। মাইক বন্ধ করে দেওয়ায় ক্ষোভে নিজেরা চেয়ার ছোড়াছুড়ি করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews