বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

প্রথম নিউজ, অনলাইন: ঝিনাইদহে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই সংঘর্ষের ঘটনায় নাহিদ হোসেন (২৫) নামে আহত যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৩ মে) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। রবিবার (৪ মে) সকালে কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
নিহত নাহিদ হোসেন সদর উপজেলার দিঘিরপাড় গ্রামের আবু কালাম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৮ এপ্রিল দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুইটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। ওইদিন হামলায় ঘটনাস্থলে মোশাররফ মোল্লা নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়। এদিকে নাহিদের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর দিঘিরপাড় এলাকায় নতুন করে সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা হয়েছে। একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।