বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধ বিমান চালাতে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধ বিমান চালাতে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইউক্রেনীয় নেতা বলেছেন, এই সিদ্ধান্ত আকাশে আমাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ জেট ফাইটার চালানোর প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাকে একটি ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, তিনি জাপানের হিরোশিমা শহরে জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।
আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনীয় নেতা জেলেনস্কি এক টুইটে বলেছেন, আমি হিরোশিমায় জি-৭ শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনার উপর নির্ভর করছি।
অপরদিকে জো বাইডেন শুক্রবার জি-৭ নেতাদের বলেছেন, ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধ বিমান চালানোর বিষয়ে ইউক্রেনীয় পাইলটদের জন্য যৌথ সহযোগী প্রশিক্ষণ কর্মসূচি সমর্থন করে। সিনিয়র মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তার পর থেকেই দেশটিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। তবে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে পেরে উঠছিল না ইউক্রেন।
এ অবস্থায় অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র ও অন্য মিত্রদের কাছ থেকে ফাইটার জেট চেয়ে আসছিল ইউক্রেন। কিন্তু এত দিন দেশটিকে এফ-১৬ যুদ্ধ বিমান দিতে রাজি হয়নি কোনো দেশ। শেষ পর্যন্ত কিয়েভকে ফাইটার জেট এবং ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দিতে সম্মতি দিল ওয়াশিংটন।