ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় অলি আহমদের নিন্দা

ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় অলি আহমদের নিন্দা

প্রথম নিউজ, বরিশাল : বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ।

মঙ্গলবার এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে, বর্তমান সরকারের আমলে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। নিশিরাতের সরকারের অধীনে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কখনোই সম্ভব নয়।


বিবৃতিতে অলি আহমদ হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সেই সঙ্গে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ‘উনি কি ইন্তেকাল করেছেন’ এমন মন্তব্যর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


তিনি বলেন, একজন প্রার্থীকে নিয়ে এ ধরনের বক্তব্য তাকে অবজ্ঞা করার শামিল।