ফিল্মি স্টাইলে পুলিশের গাড়ি থেকে পালাল যুবক!
এ রিপোর্ট লেখা পর্যন্ত (শুক্রবার রাত১১টা) ওই যুবককে আটক করতে পারেনি পুলিশ।
প্রথম নিউজ পাবনা : পাবনার বেড়া উপজেলায় পুলিশের গাড়ি থেকে হ্যান্ডকাপসহ লাফ দিয়ে ফিল্মি স্টাইলে পালিয়ে গেছেন চুরির দায়ে আটক এক আসামি। গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে ওই যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শুক্রবার রাত১১টা) ওই যুবককে আটক করতে পারেনি পুলিশ। অভিযুক্ত আসামির নাম সানোয়ার হোসেন (২২)। তাঁর বাড়ি বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা বাজারের পাশে মুজিব বাঁধ এলাকায়। তিনি এলাকার চিহ্নিত বখাটে ও একাধিক মাদক মামলার আসামি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে নতুন ভারেঙ্গা বাজারের পাশে একটি খামার থেকে নলকূপের যন্ত্রাংশ ও অন্যান্য জিনিস চুরি করতে গিয়ে সানোয়ার তার এক সহযোগীসহ জনতার হাতে ধরা পড়েন। লোকজন সানোয়ার ও তাঁর সহযোগী শান্ত হোসেনকে (২০) আটক করে বেড়া মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের আটক করে। স্থানীয় কিছু লোক তদ্বির করে শান্তকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন। এ সময় পুলিশ সানোয়ারকে ভ্যানে ওঠায়। পরে গাড়ি থেকে তিনি কৌশলে পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, পালিয়ে যাওয়া যুবককে ধরতে পুলিশের অভিযান চলছে।