প্রথম নিউজ, খেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আগের ম্যাচে এফসি সিনসিনাটির কাছে ৩-০ ব্যবধানে হেরে টানা পাঁচ ম্যাচের জয়ের ইতি টেনেছিল ইন্টার মিয়ামি। তবে সেই হার দীর্ঘস্থায়ী হয়নি। এক ম্যাচ পরই লিওনেল মেসির দল ফিরে এসেছে জয়ের ধারায়।
শনিবার (স্থানীয় সময়) নিউ ইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মিয়ামি। ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। এ নিয়ে সর্বশেষ সাত ম্যাচের ছয়টিতেই একাধিক গোল করলেন তিনি।
নিউ ইয়র্ক শুরুতে এগিয়ে গেলেও ম্যাচে আধিপত্য ছিল পুরোপুরি মিয়ামির। ১৫ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়লেও ২৪ মিনিটে জর্দি আলবার গোলে সমতায় ফেরে মিয়ামি। এরপর আলবার অ্যাসিস্টে সেগোভিয়া ও নিজের দুটি গোল করে ম্যাচে বড় জয় নিশ্চিত করেন মেসি।
ম্যাচে মেসির দুই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮টিতে। এ ছাড়া মোট ২৭টি গোলে সরাসরি জড়িত রয়েছেন তিনি।
এদিন মিয়ামি অন টার্গেট শট নেয় ৮টি, বিপরীতে নিউ ইয়র্ক রেড বুলস মাত্র একটি অন টার্গেট শট নিতে পারে।