ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
শহরতলীর বায়তুল আমান এলাকার আদর্শ একাডেমির সামনে এ ঘটনা ঘটে। সবুজ মোল্লা স্থানীয় শহীদ মোল্লার ছেলে।
প্রথম নিউজ,ফরিদপুর: ফরিদপুরে সবুজ মোল্লা (২৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৪ জুলাই) রাত ১১টার দিকে শহরতলীর বায়তুল আমান এলাকার আদর্শ একাডেমির সামনে এ ঘটনা ঘটে। সবুজ মোল্লা স্থানীয় শহীদ মোল্লার ছেলে। তিনি বায়তুল আমান এলাকায় ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সবুজসহ আরও দুইজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। আদর্শ একাডেমির সামনে এলে ৫-৬ জন সন্ত্রাসী সবুজকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়। এ সময় তার বাম হাত কনুই থেকে আলাদা হয়ে যায়।
এলাকাবাসী সবুজকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরের ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচারকালে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তা জানার চেষ্টা চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews