ফতুল্লায় পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

নিহতরা হলেন- শাহ আলম (৩৫), ছালেহা বেগম (৭০) ও তার ছেলে আবদুর রহিম (২৯)।

ফতুল্লায় পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুই দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুন) সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- শাহ আলম (৩৫), ছালেহা বেগম (৭০) ও তার ছেলে আবদুর রহিম (২৯)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বিকেলে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ক্রেনের চাপা পড়ে মোটরসাইকেল আরোহী শাহ আলমের মৃত্যু হয়। একই সঙ্গে এদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভোলাইল গেউদ্দার বাজারে বিদ্যুৎস্পৃষ্টে ছালেহা বেগম ও তার ছেলে আবদুর রহিমের মৃত্যু হয়।

ছালেহার ছোট ছেলে আব্দুর জব্বার বলেন, সন্ধ্যায় টিনের চালার সঙ্গে জিআই তার বাঁধার সময়ে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে দুইজনকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।