ফখরুলের ঐক্যের আহ্বানে অলির সমর্থন
প্রথম নিউজ, ঢাকা : সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ঐক্যের আহ্বান করেছেন তাতে সমর্থন জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ।
শনিবার (২৭ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তার এই সমর্থনের কথা জানান।
এতে অলি বলেন, ‘সরকারবিরোধী আন্দোলনে দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই। দুর্নীতিবাজ জনবিরোধী সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সঠিক পথে পরিচালনা করা এবং দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার পদক্ষেপ নিতে হবে। বিএনপির এই ঐক্যের পদক্ষেপকে সমর্থন ও সাধুবাদ জানাই।’