পলাশ-ইভানাকে নিয়ে অমির ‘দুঃখিত’

পলাশ-ইভানাকে নিয়ে অমির ‘দুঃখিত’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: নতুন বছর উপলক্ষে একের পর এক চমক দেবেন বলে জানিয়েছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। তারই ধারাবাহিকতায় বছরের প্রথম দিন তিনি প্রকাশ করেছেন তার নতুন কাজ ‘অসময়’র ফার্স্ট লুক। এটি প্রকাশের পর থেকেই রয়েছে আলোচনায়। এবার জিয়াউল হক পলাশ ও পারসা ইভানাকে নিয়ে কাজল আরেফিন অমি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন। বঙ্গবডি লাস্ট স্টোরিজ নামে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে। তারই একটি নির্মাণ করবেন অমি। অমি পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্যের নাম ‘দুঃখিত’। এটি রচনা করেছেন বিশ্বজিৎ চৌধুরী। গতকাল প্রতিষ্ঠানের বারিধারার কার্যালয়ে এর চুক্তি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে কাজল আরেফিন অমি বলেন, পলাশ ও ইভানাকে দর্শক আমার ব্যাচেলর পয়েন্টসহ বেশ কিছু নাটকে দেখেছেন নানারূপে। 

এবার তাদের হাজির করতে যাচ্ছি নতুন এক রূপে। দর্শকেরা পছন্দ করবেন বলে বিশ্বাস। এটি একটি দুর্দান্ত রোমান্টিক গল্প। যেখানে জুটিবদ্ধ হয়েছেন পলাশ ও ইভানা। আসছে ভালোবাসা দিবসে ‘দুঃখিত’ প্রকাশ হবে বঙ্গবিডি ওটিটিতে।