প্রো লীগে রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: সৌদি প্রো লীগে শুরুটা ভালো হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। ছন্দহীন পারফরম্যান্সে হয়েছেন বেশ সমালোচিত। দুঃসময় পেছনে ঠেলে পর্তুগিজ সুপারস্টার আল নাসর এফসির শেষ তিন ম্যাচে করেছেন দু’টি হ্যাটট্রিক। শনিবার রাতে দামাক এফসির মাঠে দ্বিতীয় হ্যাটট্রিকটি করেন রন। পর্তুগাল অধিনায়কের একক নৈপুণ্যে ম্যাচটি ৩-০ গোলে জেতে আল নাসর। গত ডিসেম্বরে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে আল নাসর এফসিতে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে অ্যারাবিয়ান ক্লাবটির হয়ে নিজের প্রথম দুই ম্যাচে ছন্দ দেখাতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। সিআরসেভেনের নিষ্প্রভতায় সৌদি সুপারকাপ থেকে বাদ পড়ে আল নাসর। দলটির হয়ে নিজের তৃতীয় ম্যাচে জালের দেখা পান রোনালদো। আল ফতেহ্’র বিপক্ষে হারতে চলা ম্যাচে রনের গোলেই রক্ষা হয় আল নাসরের। পরের ম্যাচে আল ওয়েহদার জালে ক্রিস্টিয়ানো একাই চারবার বল পাঠান। এরপর আল তা’উনের বিপক্ষে রোনালদোর জোড়া অ্যাসিস্টে ২-১ গোলের জয় পায় আল নাসর। এক ম্যাচের ব্যবধানে আরও একবার তিন গোলের দেখা পেলেন রোনালদো।
শনিবার প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে ১৮তম মিনিটে এগিয়ে যায় আল নাসর এফসি। আল নাসরের একজনের গোলমুখী প্রচেষ্টা দামাক এফসি অধিনায়ক ফারুক কাফাইয়ের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ৪৪তম মিনিটে হ্যাটট্রিক করে স্কোরলাইন ৩-০ করেন তিনি। সৌদি প্রো লীগে এখন পর্যন্ত ৮ গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতে প্রো লীগের চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে চতুর্থস্থানে রয়েছেন রোনালদো। ১৩ গোল নিয়ে শীর্ষে রোনালদোরই ক্লাব সতীর্থ ব্রাজিলের তালিস্কা। দুর্দান্ত জয়ের পর রোনালদো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বিশেষ একটি রাত। ভাইয়েরা, দারুণ খেলেছো।’ ১৮ ম্যাচে ১৩ জয় ও ১ হারে ৪৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লীগের শীর্ষে আল নাসর এফসি। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল ইত্তিহাদ। তিনে থাকা আল শাবাবের পয়েন্ট ৪০। আর ২২ পয়েন্ট নিয়ে সাতে দামাক এফসি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: