২১ বছর পর মঙ্গোলিয়ার সামনে বাংলাদেশ 

 ২১ বছর পর মঙ্গোলিয়ার সামনে বাংলাদেশ 
২১ বছর পর মঙ্গোলিয়ার সামনে বাংলাদেশ -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : দীর্ঘদিন পর দর্শক ফিরছে সিলেটে। একশ’ টাকায় টিকিট কিনে খেলা দেখতে পাবেন দর্শকরা। তাই দর্শক সুবিধা পাবেন জামাল ভূঁইয়া, নবীব নেওয়াজ জীবনরা। সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

সিলেটের ম্যাচটি স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। সোমবার সিলেটে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে কাবরেরা বলেন, ‘মালদ্বীপ ও মঙ্গোলিয়া-দুই দলের পরিকল্পনা ও মনোভাব ভিন্ন রকম হবে। মালদ্বীপ এমন একটা দল, যারা টেকনিক্যালি মেধাবী। তারা বিল্ড-আপের সময় সম্ভবত বেশি ঝুঁকি নেয়। আমার মনে হয়েছে মঙ্গোলিয়া প্রাণ প্রাচুর্য ভরপুর দল। মালদ্বীপের মতো কৌশলী নয়, সম্ভবত ডিরেক্ট ফুটবল খেলে। আমাদের পরিকল্পনা এবং কৌশল মাঠে প্রয়োগের উপর নির্ভর করবে ম্যাচের ফলাফল।’ 

স্বাগতিক অধিনায়ক জামাল ভূঁইয়ার কথা, ‘গত ম্যাচের (মালদ্বীপ) ফল নিয়ে আমরা কিছুটা হতাশ। তবে আমাদের এখন সামনের ম্যাচের দিকে তাকাতে হবে। চ্যালেঞ্জ নিতে হবে। অবশ্যই আমরা জিততে চাই হোম ম্যাচে।’ 

মঙ্গোলিয়ার বিপক্ষে জয়ের আকাক্ষা অমূলক নয় জামাল ভূঁইয়াদের। অতীত ইতিহাস তাই বলে। ২০০১ সালে দাম্মামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দেখায় মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য জিততে পারেনি লাল সবুজের দল। ২-২ গোলে ড্র হয় ম্যাচটি। 

মঙ্গোলিয়া অধিনায়ক টিসেন্ড আইয়ুশ ২২ বছর আগের সেই ম্যাচের কথা তুলে ধরলেন, ‘২০০১ সালে আমার বয়স ছিল ১১ বছর। ২০০১ সালে সেদিন মঙ্গোলিয়ায় ছুটির দিন ছিল। সৌদী আরবের দাম্মামে ৯৪ মিনিটে বাংলাদেশের বিপক্ষে গোল করে ড্র করেছিলাম আমরা। সেদিন আমি খুব চিৎকার-উল্লাস করেছিলাম। আমার ফুটবলার হওয়ার জন্য অনেক অনুপ্রেরণাদায়ক ছিল ওই ম্যাচটি। সেদিন থেকেই মঙ্গোলিয়া জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেছি।’ 

তিনি যোগ করেন, ‘আমি শুনেছি বাংলাদেশের এক নম্বর খেলা ক্রিকেট। আমার দেশে কুস্তি, বক্সিং, জুডো। কিন্তু আমার হৃদয়ে ফুটবলই সেরা। ১৯৯৯ সাল থেকে ফুটবল খেলছি। ২০০৬ সালে জাতীয় দলে খেলা শুরু। বাংলাদেশের বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের।’ 

এতদিনে আরও এগিয়েছে মধ্য এশিয়ার দেশটি। তবে র‌্যাংকিংয়ের দিকে তাকালে এখনো প্রায় সমশক্তির বলেই মনে হয়। ফিফা র‌্যাংকিংয়ে মঙ্গোলিয়ার অবস্থান ১৮৪ নম্বরে। অন্যদিকে বাংলাদেশ দুই ধাপ নিচে।

ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হেরে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা। সেই ক্ষতে প্রলেপ দিতে চান মঙ্গোলিয়ার বিপক্ষে আজকের ম্যাচে জিতে। 

মঙ্গোলিয়ার জাপানি কোচ ইচিরো ওতসোকার কথায়, ‘এখানে তাপমাত্রা অনেক গরম। আজকে (গতকাল) খুব বেশি না। আমাদের জন্য ভালোই বলা চলে। মঙ্গোলিয়ায় এখনো হিমাঙ্কের নীচে তাপমাত্রা। খেলোয়াড়দের কী অবস্থা সে সম্পর্কে আমার ধারণা খুব কম। তবে আশা করি ভালো একটা ম্যাচই হবে।’ 

তিনি যোগ করেন, ‘আমাদের প্রস্তুতি খুব একটা ভালো নয়। তারপরও আন্তর্জাতিক ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। জুনে আমাদের সামনে এশিয়ান কাপের বাছাইপর্ব রয়েছে। এই ম্যাচ আমাদের জন্য ওই বাছাইয়ের প্রস্তুতির সুযোগ।’ 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom