প্রশাসনিক কাজের সুবিধার্থে রাজ্যে নতুন ৭ জেলা, ঘোষণা মমতার
প্রথম নিউজ, ডেস্ক : রাজ্যে নতুন আরও ৭ জেলা। আজ মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে নতুন জেলা তৈরির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নতুন ৭ জেলা হল, সুন্দরবন এলাকা নিয়ে সুন্দরবন জেলা, উত্তর চব্বিশ পরগণায় পৃথক ভাবে বনগাঁ, বাগদা এলাকা নিয়ে হবে ইছামতী জেলা, এবং বসিরহাট, বসিরহাট জেলার নাম এখনও ঠিক হয়নি। নদীয়া ভেঙে পৃথক জেলা হবে রানাঘাট। মুর্শিদাবাদ জেলা আছে, সঙ্গেই নতুন জেলা হিসেবে তৈরি হবে কান্দি, বহরমপুর জেলা। বাঁকুড়া ভেঙে তৈরি হবে বিষ্ণুপুর জেলা। বিষ্ণুপুর সাবডিভিশন নিয়ে তৈরি হবে বিষ্ণুপুর জেলা। সোমবার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আগামী ৬ ছ’মাসের মধ্যেই রাজ্যের জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে দাঁড়াবে ৩০-এ। পার্থ চ্যাটার্জির অপসারণের পর আজ প্রথমবার মন্ত্রিসভার বৈঠক বসেছিল নবান্ন'তে। মুখ্যমন্ত্রী বৈঠক শেষে জানিয়ে দেন, বুধবারেই মন্ত্রিসভায় ছোট রদবদল করা হবে। কয়েকজনকে দলের কাজে যুক্ত করা হবে, নতুন মুখ হিসেবে আনা হবে পাঁচ-ছ’জনকে। তার পরেই নতুন জেলা তৈরির কথা ঘোষণা করেন মমতা ব্যানার্জি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews