প্রকাশ পেল রণবীরের ‘রামায়ণ: দ্য ইনট্রোডাকশন’-এর প্রথম ঝলক

প্রকাশ পেল রণবীরের ‘রামায়ণ: দ্য ইনট্রোডাকশন’-এর প্রথম ঝলক

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: অবশেষে প্রকাশ পেল আলোচিত বলিউড সিনেমা ‘রামায়ণ: দ্য ইনট্রোডাকশন’-এর প্রথম ঝলক। নীতেশ তিওয়ারি পরিচালিত এই মহা প্রজেক্ট দুটি পর্বে মুক্তি পাবে—প্রথমটি (২০২৬) সালের দীপাবলিতে, দ্বিতীয়টি (২০২৭) সালের দীপাবলিতে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভারতের নয়টি শহরে একযোগে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিলবোর্ডে উন্মোচিত হয় সিনেমার চরিত্রগুলোর প্রথম লুক।
সিনেমাটিতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর, রাবণের চরিত্রে রয়েছেন কন্নড় সুপারস্টার যশ। সীতা চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। হনুমান হয়েছেন সানি দেওল আর লক্ষ্মণ হিসেবে থাকছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রবী দুবে।
বহুল আলোচিত এই ছবিটি শুধু বলিউডের নয়, আন্তর্জাতিক পরিসরেরও এক বড় প্রজেক্ট। প্রযোজনায় আছেন নমিত মালহোত্রা, আর সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন যশ নিজেই।
চমক হিসেবে থাকছে আন্তর্জাতিক সহযোগিতা। সিনেমাটির ভিজ্যুয়াল ইফেক্টের দায়িত্বে রয়েছে অস্কারজয়ী আটটি স্টুডিও, যারা ‘ইনসেপশন’, ‘ডিউন’, ‘ইন্টারস্টেলার’-এর মতো বিখ্যাত হলিউড সিনেমায় কাজ করেছে। সংগীতে একসঙ্গে কাজ করছেন দুই কিংবদন্তি—হান্স জিমার ও এআর রহমান।
এছাড়া অ্যাকশন দৃশ্যগুলোকে বাস্তব করে তুলতে যুক্ত হয়েছেন হলিউডের দুই বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর—‘অ্যাভেঞ্জারস’-খ্যাত টেরি নোটারি ও ‘ম্যাড ম্যাক্স’-খ্যাত গাই নরিস। প্রোডাকশন ডিজাইনে রয়েছেন ‘ডিউন টু’-এর রবি বানসাল এবং ‘ক্যাপ্টেন আমেরিকা’র র‍্যামজি অ্যাভেরি।
নির্মাতারা বলছেন, “এটা কেবল একটি সিনেমা নয়, বরং আমাদের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার এক ঐতিহাসিক প্রচেষ্টা।”
সিনেমাটির গল্প শুরু হয়েছে রাবণের জন্ম দিয়ে—এক অসুরশিশু, যে পরে হয়ে ওঠে ভয়ঙ্কর ও শক্তিশালী রাজা। সে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় স্বয়ং বিষ্ণুকে। তখন বিষ্ণু রূপ নেন এক মানব হিসেবে—রাম। শুরু হয় চিরন্তন দ্বন্দ্ব, আলো ও অন্ধকারের, ন্যায়ের ও অন্যায়ের লড়াই, যা আজও কোটি মানুষের বিশ্বাস ও আবেগের অংশ।