পুতুলের ‘আমার কোন কূলে আজ’ শিরোনামে গানটির ভিডিওসহ প্রকাশ

গত দুই মাসেরও বেশি সময় ধরে অন্যরকম সময় পার করছেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল।

পুতুলের ‘আমার কোন কূলে আজ’ শিরোনামে গানটির ভিডিওসহ প্রকাশ
পুতুলের ‘আমার কোন কূলে আজ’ শিরোনামে গানটির ভিডিওসহ প্রকাশ

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গত দুই মাসেরও বেশি সময় ধরে অন্যরকম সময় পার করছেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। কারণ ২০শে জুন ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কন্যার নাম রেখেছেন হারমনি সৈয়দা গীতলীনা। গীতলীনাকে নিয়েই পুতুল ও তার স্বামী সৈয়দ রেজা আলীর প্রায় পুরোটা সময় কেটে যায়। তবে স্বল্প বিরতি ভেঙে এবার ফের গানে ফিরেছেন এই সুকণ্ঠি গায়িকা। এরইমধ্যে তিনি বিভিন্ন মাধ্যমে ব্যস্তও হয়ে উঠেছেন। সম্প্রতি বিটিভি ও রেডিওতে গেয়েছেন পুতুল। আর গতকাল বৈশাখী টেলিভিশনে গেয়েছেন। আর আগামীকাল আবারো বিটিভিতে গান করবেন। এদিকে নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে তিনদিন আগেই ‘আমার কোন কূলে আজ’ শিরোনামের গানটি ভিডিওসহ প্রকাশ করেছেন পুতুল।

এর সংগীতায়োজন করেছেন পুতুলের স্বামী সংগীত পরিচালক সৈয়দ রেজা আলী। এদিকে এখন থেকে নিয়মিত গান করার কথাও জানালেন এ গায়িকা। পুতুল বলেন, নিজেদের গান তো হচ্ছেই। গানও ধারাবাহিকভাবে করছি। রেজার সুরেও বেশকিছু গান করা হয়ে গেছে এগুলো সামনে প্রকাশ হবে। আর ঠিক করেছি সামনে নিজের পছন্দের কিছু গানও গাইবো। সেটা রবীন্দ্র কিংবা নজরুল সংগীত, ফোক কিংবা আধুনিকও হতে পারে। এখন তো কন্যা আসার ফলে জীবন অনেকটাই বদলেছে। কেমন উপভোগ করছেন? পুতুল বলেন, সত্যিই গীতলীনা আসার পর অন্যরকম অনুভূতি কাজ করছে। সারাক্ষণ ওকে নিয়ে ভাবতে, খেলতে কিংবা যত্ন নিতে আলাদা ভালোলাগা কাজ করে। এ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এরমধ্যেই কাজ শুরু করেছি। আমার স্বামী রেজা ও পরিবারের সহযোগিতার ফলেই আসলে এত দ্রুত গানে ফিরতে পারলাম। আশা করছি ভালো কিছু গান শ্রোতারা সামনে পাবেন।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom