পাওনা ৩৫ কোটি টাকা ফেরতের দাবি ইউনিভার্সাল ফুডের ডিলারদের

মঙ্গলবার (২৫ জুলাই) প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ডিলাররা।

 পাওনা ৩৫ কোটি টাকা ফেরতের দাবি ইউনিভার্সাল ফুডের ডিলারদের

প্রথম নিউজ, ঢাকা : ১৯৯০ সাল থেকে টেস্টি স্যালাইন ও অন্যান্য পণ্য বাজারজাত করে ইউনিভার্সাল ফার্মাসিউটিক্যালস ও ফুড লিমিটেড। গত বছরের জানুয়ারিতে দেশের বিভিন্ন ডিলারের কাছ থেকে পণ্য বাবদ অগ্রিম ৩৫ কোটি টাকা নেয় প্রতিষ্ঠানটি। তবে এসব টাকার বিনিময়ে পণ্য বুঝিয়ে না দিয়ে গত রমজানে গোপনে ইউনিভার্সাল ফুড লিমিটেড বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠান বন্ধ করা হলেও ডিলারদের পাওনা টাকা ফেরতে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ জুলাই) প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ডিলাররা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির ডিলার ওয়াহিদুল ইসলাম তুষার। তিনি বলেন, আমরা সারা বাংলাদেশের ইউনিভার্সাল ফুড লিমিটেডের পরিবেশক। আমরা প্রতিটি জেলায় এবং থানায় কমিশনের ভিত্তিতে পণ্য পরিবেশন করে আসছি। প্রতিবারের মতো আমরা সারা বাংলাদেশের ২৪০ জন পরিবেশক গত বছরের জানুয়ারিতে পণ্যের জন্য কোম্পানির কাছে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৩৫ কোটি টাকা পাঠাই। টাকা প্রাপ্তির পর কোম্পানির পক্ষ থেকে আমাদের পণ্য না দিয়ে তালবাহানা করতে থাকে।

তিনি আরও বলেন, আমরা তখন কোম্পানির মালিক ড. সোহানী হোসেনের সঙ্গে পণ্য বাবদ পাওনা প্রায় ৩৫ কোটি টাকা কবে এবং কীভাবে ফেরত পাব জানতে চাই। পরবর্তীতে আমাদের চাপের মুখে গত বছরের নভেম্বর মাসে আমাদের থেকে ৩ মাসের সময় নেন তিনি। যা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে। তবুও আমরা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ পাইনি। গত কোরবানির ঈদের কয়েকদিন পূর্বে আমাকে ফোন দিয়ে এ ব্যাপারে কোন মানববন্ধন না করার হুমকি দেন। কিন্তু পাওনা পরিশোধের বিষয়ে কোনো আশ্বাস দেওয়া হয়নি।

ওয়াহিদুল ইসলাম বলেন, আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলার এবং থানার ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা সরকারি নিয়ম অনুসারে সঠিকভাবে আমাদের ব্যবসা পরিচালনা করে আসছি। ইউনিভার্সালকে টাকা দিতে গিয়ে ব্যাংক,বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলাম। পণ্য এবং টাকা কোনটাই না পেয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ঋণের সুদ দিতে গিয়ে অনেককে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে। আমাদের পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিলার কামাল হোসাইন, নয়ন, তপন তালুকদার, বাবলু, শফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম প্রমুখ