নোয়াখালীতে ‘আইনের লোক’ পরিচয়ে লুটপাট!
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ঘোষফিল্ড বাজারে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে ‘আইনের লোক’ পরিচয়ে বেশ কয়েকটি দোকান থেকে সাড়ে তিন থেকে চার লাখ টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ঘোষফিল্ড বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী একাধিক ব্যবসায়ী জানান, ভোরে অস্ত্রধারী কয়েক ডাকাত নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে বাজারের দুই পাহারাদারকে বেঁধে লুটপাট চালায়। বাজারে বিভিন্ন দোকানে থাকা ব্যবসায়ীরা তাদের পরিচয় জানতে চাইলে তারা আসামি ধরতে আসছে বলে জানায়। এ সময় দুর্বৃত্তরা ব্যবসায়ীদের দোকান থেকে বের না হতে নির্দেশ দেয় এবং আসামি গ্রেফতার করে চলে যাওয়ার কথা বলে।
এ সুযোগে তারা বাজারের মুদি, ইলেকট্রিক, গার্মেন্টস, ভ্যারাইটিজ স্টোর, ডেকোরেটর ও স্বর্ণের দোকান থেকে নগদ টাকা ও সিগারেটসহ সাড়ে তিন থেকে চার লাখ টাকার মালামাল এবং দুটি মোটরসাইকেল নিয়ে যায়। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা ৬ থেকে ৭ দোকানের সাড়ে তিন থেকে চার লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews