নড়াইলে জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ২২ জুন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
প্রথম নিউজ, নড়াইল: নড়াইলে নাশকতা মামলায় জেলা জামায়াতে ইসলামীর ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ জুন) দিবাগত রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ২২ জুন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদরের নাকশী গ্রামের মৃত হোসেন শেখের ছেলে মো. ফসিয়ার রহমান (৬০), সিমাখালী গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে মো. মহব্বত হোসেন (৪১), মৃত মোজাহার উদ্দিন সরদারের ছেলে মো. কামরুল ইসলাম (৪৩), আব্দুস সত্তার মোল্যার ছেলে নাজমুল ইসলাম (২৯), লুৎফর রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম (২৫), মৃত রুস্তম আলী মোল্যার ছেলে তরিকুল ইসলাম (৩৫), ভওয়াখালী গ্রামের মৃত কবির মোল্যার ছেলে আবু সাঈদ মোল্যা (৪৩), মৃত আব্দুল মালেক সরদারের ছেলে মো. বেলাল হোসেন (৪৫) এবং মৃত আলতাফ হুসাইনের ছেলে মো. জাকারিয়া (৫৫)। তারা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
পুলিশ জানায়, সদরের রূপগঞ্জ মোড়ে নাশকতার ঘটনায় গত বছরের ২৪ ডিসেম্বর একটি মামলা করা হয়। ওই মামলার তদন্তে উল্লেখিত আসামিদের সম্পৃক্ততা পাওয়ায় বুধবার দিবাগত রাতে সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওসি মো. ওবাইদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।