নোয়াখালী জেলা আ.লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা: নেই কাদের মির্জা

নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের কমিটি ঘোষণা

নোয়াখালী জেলা আ.লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা: নেই কাদের মির্জা
আ.লীগে নেই কাদের মির্জা

প্রথম নিউজ, ঢাকা: জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে দলটি। তবে এবারের কমিটিতে জায়গায় পায়নি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কমিটির অনুমোদন দেন।

ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদুল্লাহ খান সোহেল। কমিটির সদস্য হিসেবে রয়েছেন একরামুল করিম চৌধুরী। 

কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন-
এ্যাড. শিহাব উদ্দিন শাহ, মোঃ সহিদ উল্যাহ খান সোহেল, মোরশেদ আলম এমপি, বেগম ফরিদা খানম এমপি, এইচ এম ইব্রাহিম এমপি, মামুনুর রশিদ কিরণ এমপি, আয়েশা আলী এমপি, গোলাম মহিউদ্দিন লাতু, ডা. এ. বি. এম জাফরউ, শাহাব উদ্দিন (চেয়ারম্যান), আবু তাহের মোহাম্মদ আলী (সাবেক এমপি) মোঃ জাহাঙ্গীর আলম, ডা. এ. কে. এম শ্যা, এটিএম মহিব উল্যাহ, আতাউর রহমান ভূঁইয়া মানিক, মিয়া মোঃ শাহজাহান, মহিউদ্দিন টুকন, এ কে এম সামছুদ্দিন জেহান, শাহনাজ বেগম (চেয়ারম্যান, বেগমগঞ্জ উপজেলা পরিষদ, ড. ওমর ফারুক, এ্যাড. জামাল উদ্দিন ভূঞা, আবু জাহের (চেয়ারম্যান), আব্দুল ওয়াদুদ পিন্টু, রেজাউল হক বাহার, আবুল কাশেম (বীর মুক্তিযোদ্ধা), মোঃ সামছুদ্দিন সেলিমসহ প্রমুখ।