নৌসেনাদের আড্ডায় সালমান খান
চমক আর সালমান খান এই দুটো শব্দ যেন একে অপরের পরিপূরক
প্রথম নিউজ, ডেস্ক : চমক আর সালমান খান এই দুটো শব্দ যেন একে অপরের পরিপূরক। অভিনয় থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন পুরোটাই চমকে ভরা। তবে এবার তিনি যা করেছেন তা রীতিমতো মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।
ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সালমান খান সাদা শার্ট, কালো ফরমাল প্যান্ট, কালো টুপি পড়ে ঢুকে পড়লেন নৌসেনার ক্যাম্পে।
নেভি অফিসারদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিলেন সালমান। এমনকি ঢুকলেন রান্না ঘরেও। বানালেন রুটি। শুধু তাই নয়, গানের তালে অফিসারদের সঙ্গে নাচলেনও তিনি। আর এই সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ছবি দেখে সালমানের প্রশংসায় পঞ্চমুখ সবাই।
পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের পরই জানা গিয়েছিল প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউডের ভাইজান। এর পর থেকেই মানসিক চাপে রয়েছেন তিনি। এমনকি নিজের কাছে বন্দুক রাখাসহ বুলেটপ্রুফ গাড়িও কিনেছেন তিনি। শুধু তাই নয়, ভাইজানের আইনজীবীকেও খুনের হুমকি দেওয়া হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews