নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
প্রথম নিউজ, ঢাকা : নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলার প্রধান পলাতক আসামি নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন ওরফে মুক্তারকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১।
শনিবার (১১ নভেম্বর) রাত রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১২ নভেম্বর) র্যাব-১ এর অপস অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রুহুল আমিন নওগাঁ জেলায় নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি। মামলা দায়েরের পর থেকে সে রাজধানীতে আত্মগোপন করে ছিল। পরে অভিযান চালিয়ে খিলক্ষেত এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।