নারী শ্রমিকের ঝুলন্ত লাশ, সহকর্মী আটক

ঢাকার ধামরাইয়ে সেলিনা আক্তার স্বপ্না (২২) নামে বেকারি অ্যান্ড ফুড কারখানার নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে

নারী শ্রমিকের ঝুলন্ত লাশ, সহকর্মী আটক
নারী শ্রমিকের ঝুলন্ত লাশ, সহকর্মী আটক

প্রথম নিউজ, সাভার : ঢাকার ধামরাইয়ে সেলিনা আক্তার স্বপ্না (২২) নামে বেকারি অ্যান্ড ফুড কারখানার নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালাপুর গ্রামের আমাতন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয় এলাকার বিল্লাল হোসেনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে আটক করা হয়েছে রুমপার্টনার অপর নারী শ্রমিক আঁখী আক্তার সাথীকে (১৯)।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজধানী ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে ধামরাই থানা পুলিশ। আত্মহনন অথবা হত্যাকাণ্ড কিনা বিষয়টি নিশ্চিত হতে আটক রুমপার্টনার আঁখী আক্তার সাথীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লক্ষীপুর জেলার চরকাচারিয়া উপজেলার চরপাগলা গ্রামের মো. সাজাহান মিয়ার মেয়ে সেলিনা আক্তার স্বপ্না এবং খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বাসাপাড়া এতিমখানা মোড় এলাকার মো. জালাল বেপারির মেয়ে আঁখী আক্তার সাথী। উপজেলার কালামপুর বিসিক শিল্পনগরীর ভেতরে ডিলাইট বেকারি অ্যান্ড ফুড কারখানায় মাস চারেক ধরে  চাকরি করে আসছেন তারা। মাস খানেক ধরে   

 এ উপজেলার কালামপুর গ্রামের আমাতন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয় এলাকার মো. বিল্লার হোসেনের বাড়িতে যৌথভাবে রুম ভাড়া নিয়ে তারা দুজনে মিলে বসবাস করছেন। বুধবার সকালে সেলিনা আক্তার স্বপ্না কারখানায় ডিউটিতে যেতে না চাইলে আঁখী আক্তার সাথী ডিউটিতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে সেলিনা তার রুমে বসে ব্লেড দিয়ে হাতের রগ কেটে রক্তাক্ত হলে বিষয়টি বাড়ির মালিকের দৃষ্টিগোচর হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি তার রুম পার্টনারকে অবহিত করা হলে সে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় চলে আসে।

এর পর সেলিনার হাত ব্যান্ডেজ করে দিয়ে আঁখী ঘরের বাইরে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখেন ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো সেলিনার ঝুলন্ত মরদেহ।

তাৎক্ষণিক বিষয়টি ধামরাই থানার ওসি পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান আতিককে জানানো হলে তিনি ঘটনাস্থলে ওসি অপারেশন পুলিশ পরিদর্শক নির্মল কুমার বিশ্বাস ও উপপুলিশ পরিদর্শক মো. তৈমুর রহমানকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান।

পরে বেলা সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য সহপাঠী আঁখী আক্তার সাথীকে আটক করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জণ্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে ওসি অপারেশন নির্মল কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য সহপাঠী আঁখীকে আটক করা হয়।  সুরতহাল প্রতিবেদন তৈরি মরদেহ মর্হে প্রেরণ ও একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom