নারায়ণগঞ্জে পোশাককর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

ভুক্তভোগী তরুণী জানান, তিনি যে পোশাক কারখানায় কাজ করেন, অভিযুক্ত জাহিদও একই কারখানায় কাজ করেন। গত ১৮ অক্টোবর রাতে জাহিদ তাকে বালুচর পার্কে নিয়ে যায়। সেখানে জাহিদ ও তার ৮ বন্ধু তাকে ধর্ষণ করে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জে পোশাককর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
প্রতীকি ছবি

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে এক পোশাককর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. জাহিদ মিয়া (২৬) উপজেলার কলাবাগ এলাকার বাসিন্দা। রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।  এ ঘটনায় অভিযুক্ত আরও ৮ জন পলাতক আছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী তরুণী জানান, তিনি যে পোশাক কারখানায় কাজ করেন, অভিযুক্ত জাহিদও একই কারখানায় কাজ করেন। গত ১৮ অক্টোবর রাতে জাহিদ তাকে বালুচর পার্কে নিয়ে যায়। সেখানে জাহিদ ও তার ৮ বন্ধু তাকে ধর্ষণ করে বলে জানান তিনি। এ ঘটনা কাউকে বললে আমাকে মেরে ফেলার হুমকি দেয়,' বলেন ওই তরুণী।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, 'ধর্ষণের ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি বলে জানান ওসি।

এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তার কৃষ্ণ দাস (২৪) কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণপুরের বাসিন্দা। রোববার রাত ৮টার দিকে বিসিক শাসনগাঁও এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, কৃষ্ণ দাসের বাড়ি কুমিল্লায়। কিন্তু তিনি বিসিক এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। 

এ ঘটনায় একটি মামলা হয়েছে উল্লেখ করে এসআই আজিজুল হক জানান, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারের বরাত দিয়ে তিনি বলেন, 'ওই নারীর সঙ্গে এক বছর আগে ফেসবুকে কৃষ্ণের সঙ্গে পরিচয় হয়। পরে গত ৮ অক্টোবর অভিযুক্ত কৃষ্ণ ওই তরুণীর ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।'

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom