নারায়ণগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
আহতরা ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘মোবাইল ছিনতাইকারী’ আখ্যা দিয়ে তিন যুবককে মারধর করা হয়।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাড়ায় মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল বারী রাজিবসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল শুক্রবার (১৫ জুলাই) দিনগত রাতে শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘মোবাইল ছিনতাইকারী’ আখ্যা দিয়ে তিন যুবককে মারধর করা হয়। পরে তাদের একজন মামাতো ভাই ও মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল বারী রাজিবকে ফোন করে বিষয়টি জানায়। এরপর রাজিব সেখানে ছুটে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। ঘটনা জানতে পেরে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবুল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে রাজিবসহ ওই যুবকদের উদ্ধার করেন এবং তাদের সদর জেনারেল হাসপাতালে পাঠান। রাজিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার জন্য মহানগর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান রিয়াদকে দায়ী করেন আহত রাজিবসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তি দাবিতে শুক্রবার দিনগত রাতে সদর জেনারেল হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘এ ঘটনার তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।