নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ই জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু
প্রথম নিউজ, অনলাইন : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টঙ্গীতে আগামী ১৩ই জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। আমরা সবাই সজাগ দৃষ্টি রাখবো যাতে ইজতেমার দুই পর্বই সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয়। আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দান ও এর আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে। বিদেশি মেহমানসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মুসল্লিদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। গতকাল বিকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত বিশ্ব ইজতেমা সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক’ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী দুই পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা ও বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.মোজাম্মেল হক এমপি। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, এমপি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহ্সান রাসেল এমপি। সিনিয়র সচিব আমিনুল ইসলাম প্রমুখ। বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বিরা উপস্থিত ছিলেন উক্ত সভায় প্রশাসন, এলজিইডি, বিদ্যুৎ, গ্যাস, রেল কর্তৃপক্ষ, সড়ক ও জনপথসহ সরকারের সকল বিভাগের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে জানানো হয়।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশ্ব ইজতেমা আয়োজনে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তা তুলে ধরা হয়। ইজতেমায় আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে জিএমপি পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম খান বলেন, দু’পর্বের ইজতেমা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ইজতেমা ময়দানের চার পাশে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আগত মুসল্লিদের চিকিৎসা সুবিধা প্রদানের ব্যাপারে গাজীপুর সিভিল সার্জনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এ ছাড়াও অ্যাজমা ইউনিট, বার্ন ইউনিট, হার্ট ইউনিট টঙ্গী হাসপাতালে চালু থাকবে। এ ছাড়াও এম্বুলেন্স সার্ভিস থাকবে ২৪ ঘণ্টা মুসল্লিদের চিকিৎসা সেবায় নিয়োজিত সিভিল সার্জন কর্মকর্তারা জানান। গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, গাজীপুর সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় ময়দানের আশপাশে জীবাণু প্রতিরোধে পর্যাপ্ত ব্লিচিং পাউডার দেয়া হয়েছে। ময়দানের আশপাশে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ইজতেমা চলাকালীন সময় সিনেমা হলগুলো বন্ধ ও দেয়ালে সাঁটানো অশ্লীল পোস্টার অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। ময়দানের মশক নিধনের জন্য ফগার মেশিন দিয়ে প্রতিদিন ওষুধ ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও গাজীপুর সিটি করপোরেশন ময়দানের গভীর নলকূপের মাধ্যমে প্রতিদিন সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews