নামাজের সময় মসজিদে ধস, নাইজেরিয়ায় ৭ মুসল্লির মৃত্যু

নামাজের সময় মসজিদে ধস, নাইজেরিয়ায় ৭ মুসল্লির মৃত্যু

প্রথম নিউজ , আন্তর্জাতিক ডেস্ক: নামাজের সময় নাইজেরিয়ার একটি মসজিদের একাংশে ধসের খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত সাত মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বহু। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যের জারিয়া শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেন, শুক্রবার (১১ আগস্ট) আছরের নামাজের সময় শহরের কেন্দ্রীয় মসজিদে এঘটনা ঘটে। এ সময় সেখানে অসংখ্য মুসল্লি উপস্থিত ছিল।

তিনি বলেন, প্রাথমিকভাবে চার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধারকারী দল ধসে পড়া মসজিদে অনুসন্ধান করার পর আরও তিনজনের মরদেহ উদ্ধার করে। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছে, মসজিদটি ১৮৩০ সালে নির্মাণ করা হয়।

সেখানের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় আহত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মসজিদের ছাদের একাংশ ধসে পড়েছে।

কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি দুর্ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগীদের সহযোগিতারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।