নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন আহমেদ শরীফ
নিউ ইয়র্ক থেকে দেশে এসেই গতকাল দুপুরে গুলশানে অবস্থিত অফিসে সাক্ষাৎকালে বাংলাদেশের ২২তম প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রাক্তন সভাপতি আহমেদ শরীফ।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বাংলাদেশের নবনির্বাচিত ২২তম প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢালিউডের খ্যাতিমান অভিনেতা আহমেদ শরীফ। নিউ ইয়র্ক থেকে দেশে এসেই গতকাল দুপুরে গুলশানে অবস্থিত অফিসে সাক্ষাৎকালে বাংলাদেশের ২২তম প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রাক্তন সভাপতি আহমেদ শরীফ। এ সময় দু’জনের মধ্যে কুশল বিনিময় হয়। এতে উপস্থিত ছিলেন- প্রত্যয় যুব সংঘের সভাপতি এস.এম সুমন। সাক্ষাৎ শেষে আহমেদ শরীফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের যিনি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন, তিনি অত্যন্ত বিনয়ী ও ভালো মানুষ। আমার বিশ্বাস তিনি এদেশকে একজন সত্যিকারের অভিভাবকের মতোই দেখভাল করবেন। তার মধ্যে সেই গুণাবলী রয়েছে, যা সকলেই অবগত আছেন।
আমি অত্যন্ত খুশি যে, আমার পার্শ্ববর্তী জেলা পাবনার সন্তান তিনি। নদীর এপার আমার বাড়ি আর ওপারে তার বাড়ি। সাক্ষাতে তার বিনয়ী মনোভাব ও অন্যের প্রতি শ্রদ্ধাশীলতা আমাকে মুগ্ধ করেছে। উল্লেখ্য, মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং সাবেক জেলা ও দায়রা জজ ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার। তিনি বাংলাদেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২৪শে এপ্রিল শপথগ্রহণ করবেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: