ধর্ষক-হত্যাকারী-দানবদের ফাঁসিতে ঝোলানোর হুমকি ট্রাম্পের
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন, জো বাইডেন আমাদের দেশের সবচেয়ে খারাপ হত্যাকারীদের মধ্যে ৩৭ জনের মৃত্যুদণ্ড মওকুফ করেছেন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রায় সব মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন করায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে ধর্ষক, হত্যাকারী ও দানবদের মৃত্যুদণ্ড দেয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এনডিটিভির। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন, জো বাইডেন আমাদের দেশের সবচেয়ে খারাপ হত্যাকারীদের মধ্যে ৩৭ জনের মৃত্যুদণ্ড মওকুফ করেছেন। আপনি যদি এসব ব্যক্তি কী অপরাধ করেছে তা শুনেন, আপনি বিশ্বাস করতে পারবেন না যে তিনি (বাইডেন) এটি করেছেন। এর কোনো মানে হয় না। ভুক্তভোগীদের আত্মীয়-স্বজন ও বন্ধুরা আরও বিধ্বস্ত হলো। তারা বিশ্বাস করতে পারছে না যে এটি ঘটছে!