ধানক্ষেতে মিললো নারীর মরদেহ, টাকা লেনদেনের জেরে হত্যা সন্দেহ পরিবারের
প্রথম নিউজ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের একটি ধানক্ষেতে নুর নাহার (৩৭) নামে এক নারীর মরদেহ পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা পরিবার ও স্থানীয়দের।
নুর নাহার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের সেলিনা মেম্বার বাড়ির পানবিক্রেতা লুৎফর রহমানের স্ত্রী।
বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরভূতা গ্রামের বাহারের ফসলি জমিতে বুধবার (২ অক্টোবর) সকালে তার মরদেহ পাওয়া গেছে।
নিহতের বোন পারভীন বলেন, ‘মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে নুর নাহার নিখোঁজ ছিল। সকালে একটি ফসলি জমিতে লাশের সন্ধান পাওয়া যায়।’
তিনি জানান, নুর নাহার লাভের ওপর টাকা ধার দিতো। টাকা লেনদেনকে কেন্দ্র করে কেউ হয়তো তার বোনকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে।
ভবানীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোতাহের আলী বলেন, ‘সকালে স্থানীয় লোকজন ওই নারীর মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’