দাঁড়িয়ে থাকা ট্রাকে পরিবহনের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ৩
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে শ্রমিক পরিবহনের বাসের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত ও তিন শ্রমিক
প্রথম নিউজ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে শ্রমিক পরিবহনের বাসের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত ও তিন শ্রমিক আহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কের উপজেলার বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম শাহনাজ আক্তার পাতারী (৩২)। তিনি উপজেলার নবাবপুর ইউনিয়নের দোপপাড়া পদমদী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে শ্রমিক পরিবহনের বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শাহনাজ আক্তার নিহত হন। এ সময় গাংচর পদমদী গ্রামের আ: মান্নান মণ্ডলের স্ত্রী মনোয়ারা বেগম (৪৯) ও মান্নান মণ্ডল (৬০) এবং আকবর আলীর ছেলে জহুর আলী (৪০) মারাত্মক আহত হন।
আহতদের বালিয়াকান্দি ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুর এলাকার আ: রাজ্জাক জুট মিল লিমিটেডের শ্রমিক। বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: