দিন: দ্য ডে’র টিকিট না পেয়ে মিছিল
১০৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত জলিল-বর্ষার ‘দিন: দ্য ডে’ সিনেমা। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকপ্রিয়তার শীর্ষে সিনেমাটি
প্রথম নিউজ, ডেস্ক : ঈদ উপলক্ষ্যে সারা দেশে ১০৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত জলিল-বর্ষার ‘দিন: দ্য ডে’ সিনেমা। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকপ্রিয়তার শীর্ষে সিনেমাটি। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহও নেহায়েত কম নয়।
কারণ ছবির নায়ক ও প্রযোজক অনন্ত জলিল শুরু থেকেই বলে আসছেন— ঢাকাই সিনেমার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘দিন: দ্য ডে’। ১০০ কোটি টাকার বাজেট বলে দাবি অনন্তর।
শুক্রবার বিকালে ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে সরেজমিন দেখা যায়, দর্শকদের উপচেপড়া ভিড়। দীর্ঘলাইন ধরে দাঁড়িয়ে টিকিট কিনছেন দর্শকরা।
পরে টিকিট না পেয়ে অনেকে হতাশা ব্যক্ত করেন। আগত দর্শকরা বিদেশি ছবির শোয়ের সংখ্যা কমিয়ে ‘দিন: দ্য ডে’র শো বাড়ানোর দাবি জানান।
সেখানে অনন্ত জলিলের উপস্থিতিতেই মিছিল শুরু করে টিকিট না পেয়ে হতাশ দর্শকরা।
তারা চিৎকার করে বলতে থাকেন— ‘টিকিট চাই’, ‘টিকিট নাই’।
এ সময় সিনেমা হলগেটে কর্তব্যরত কর্মকর্তারা ভিড় সামাল দিতে হিমশিম খান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews