এর পরে গ্রামে গিয়ে জমিতে ধান লাগাব: ঢালিউড অভিনেত্রী

প্রথম নিউজ, ডেস্ক : অপু বিশ্বাস ও বুবলির পর শাকিব খানের নায়িকা হিসেবে দর্শকপ্রিয়তা পেয়েছেন জাহারা মিতু।
‘আগুন’ ছবিতে শাকিবের বিপরীতে কাজ করেছেন এ নায়িকা।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, শুটিংয়ে মিতুকে ঘিরে রেখেছেন শুটিংয়ের ৮-১০ লোক। নায়িকার কাছাকাছি ঘেঁষতে পারছেন না উৎসুক জনতা।
সেই সময়ের ঘটনার বর্ণনা দিতে গিয়ে এ নায়িকা জানালেন, একজন অভিনেত্রী যে কাদাপানিতে নামতে পারেন, এটি ভেবেই স্থানীয়রা অবাক হচ্ছিলেন। তাদের ধারণা অভিনেত্রীরা চাষিদের মতো ক্ষেতে নামেন না। গায়ে কাদা মাখেন না।
জাহারা মিতু জানালেন, শুধু কাদায় নামা নয়; একদিন গ্রামে গিয়ে ক্ষেতে ধান লাগাতে চান তিনি।
তিনি বলেন, ‘আমাকে কাদাপানিতে নামতে দেখে তারা (শুটিং দেখতে আসা জনতা) অবাক হয়ে আমাকে বললেন— ‘আপনি তো আমাদের মতোই’। তাদের কথা শুনে মনে হয়েছে, এটিই আমার সার্থকতা। আমি তাদের একজন হতে পেরেছি। আসলে কাদায় তো আমি বারবার নামবই। আমার খুব ইচ্ছে, ক্ষেতে একদিন ধান লাগানো। এটি আমাদের কৃষক ভাইয়ের সম্মান করেই আমার চাওয়া।’
সম্প্রতি শাহীন সুমনের পরিচালনায় ‘কুস্তিগির’ সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিলেন জাহারা মিতু। সিনেমাটির এখন সম্পাদনা চলছে। সিনেমাটির বাকি অংশের শুটিং আগামী ফেব্রুয়ারিতে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: