দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ দীপালি সাঈদের বিরুদ্ধে
মারাঠি অভিনেত্রী দীপালি সাঈদ তার প্রাক্তন ব্যক্তিগত সহকারী বাবুরাও শিন্ডের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ দায়ের করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: মারাঠি অভিনেত্রী দীপালি সাঈদ তার প্রাক্তন ব্যক্তিগত সহকারী বাবুরাও শিন্ডের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ দায়ের করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া। পুলিশ জানিয়েছে, অভিনেত্রী তার অভিযোগে দাবি করেছেন, শিন্ডে দাবি করেছিলেন যে তিনি পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছেন এবং দুবাই ও পাকিস্তানের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার যোগাযোগ আছে।
দীপালি সাঈদ বলেন, তিনি (শিন্ডে) আমার ছবি বিকৃত করেছেন এবং দাবি করেছেন যে দাউদ ইব্রাহিমের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। দিপালী সাইদ 'বান্দানি' এবং 'সমান্তর'-এর মতো মারাঠি সিরিয়ালে অভিনয় করেছেন। তিনি ৩০টিরও বেশি মারাঠি ছবিতে অভিনয় করেছেন এবং বর্তমানে শিবসেনার সদস্য।