দুই বছরেরও বেশি সময় আড়ালে চিত্রনায়িকা পপি

দুই বছরেরও বেশি সময়  আড়ালে চিত্রনায়িকা পপি
দুই বছরেরও বেশি সময় আড়ালে চিত্রনায়িকা পপি-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : দুই বছরেরও বেশি সময় পুরোপুরি আড়ালে চিত্রনায়িকা পপি। গত বছরের ডিসেম্বরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন একজন প্রার্থীর বিরুদ্ধে। এরপর আবারও গায়েব। নেই কোনো খবরে।

গত দুবছর তার এই আড়াল থাকা নিয়ে চাউর হয়েছে নানা গুঞ্জন। কেউ বলছেন পপি বিয়ে করে সংসারী হয়েছেন। আবার কেউ বলছেন তার সন্তানও হয়েছে। তবে এর পক্ষে কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ সামনে আনতে পারেননি। পপি আদৌ আর সিনেমায় ফিরবেন কিনা, সেই তথ্যও কেউ দিতে পারছেন না। এদিকে তার আড়ালে থাকার কারণে তারই অভিনীত কয়েকটি সিনেমা নিয়ে নির্মাতারা পড়েছেন বিপাকে।

এর মধ্যে কোনো সিনেমার কাজ শেষ করেছেন, কোনোটি এখনো অসমাপ্ত। তাই তার অনুপস্থিতি সেসব নির্মাতার জন্য মোটেও সুখকর নয়। এদিকে আজ এ অভিনেত্রীর জন্মদিন। দিনটি তিনি কীভাবে পালন করবেন সেটা জানা যায়নি। যদিও প্রকাশ্যে থাকাকালীনও জন্মদিন তেমন ঘটা করে পালন করেননি। পরিবারের সঙ্গেই দিনটি কাটাতেন তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom