তুরাগ নদীতে নৌকাডুবি: নারী ও ২ শিশুর মরদেহ উদ্ধার
নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, শনিবার (৯ অক্টোবর) সকাল আটটা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস নিখোঁজ দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। এখনও অন্তত চার জন নিখোঁজ রয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews