তিন দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

বিকাল সাড়ে তিনটা থেকে রাত আটটা ৪০ পর্যন্ত শাহবাগে অবস্থান করে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

তিন দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

প্রথম নিউজ, অনলাইন: কোটা বাতিল করে দেয়া পরিপত্র আগামী তিন দিনের মধ্যে বহাল করতে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে আটটার পর শাহবাগের সমাবেশ থেকে এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এক দফা দাবিতে মঙ্গলবার অনলাইন এবং অফলাইনে প্রচারণা চালানো হবে। এদিন পরবর্তী কর্মসূচি জানিয়ে দেয়া হবে। 

বিকাল সাড়ে তিনটা থেকে রাত আটটা ৪০ পর্যন্ত শাহবাগে অবস্থান করে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এছাড়া শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেন তারা। আগারগাঁও, গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টেও অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। কাওরান বাজারে রেললাইন অবরোধ করায় সারাদেশের সঙ্গে এক ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।